নরসিংদীতে কোটা আন্দোলনে আজকের কর্মসূচীতে আওয়ামীলীগের হামলা আহত অন্তত ২০ জন।
নরসিংদী জেলার কোটা আন্দোলনকারীদের আজকের বিক্ষোভ কর্মসূচীতে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের হামলায় অন্তত ২০ জন আহতের খরব পাওয়া গেছে।এই হামলায় মহিলালীগের কিছু নেত্রী সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের দেখা যায়। পরে আন্দোলন কারীরা জেলা হাসপোতালের সামনে জরো হয় এবং ওভার ব্রীজের ওপর দিয়ে তাহমীদ চত্তরের দিকে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গকরে দেন। নিচে কিছু তথ্য চিত্র দেওয়া হলো।
যমুনা টিভির ইউটিউভ থেকে।
Post a Comment