নরসিংদী জেলার ভ্রমণ গাইড



এই জেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, নরসিংদীর উপর দিয়ে অতিক্রম করেছে। ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব মাত্র এক ঘণ্টা। এছাড়া ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুট, যা দেশের দুইটি সবচেয়ে ব্যস্ততম রেলপথ, সেগুলোও নরসিংদীর মধ্য দিয়ে যায়। ফলে যাত্রীরা সহজেই নরসিংদী আসতে পারেন।
নরসিংদী অভিমুখে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় ন্যাশনাল এক্সপ্রেস (এসি বাস), মনোহরদী পরিবহন, আন্না সুপার সার্ভিস এবং স্বপ্নবিলাস বাস। মহাখালী থেকে PPL, চলনবিল পরিবহন, আরব পরিবহন এবং বাদশা পরিবহন সরাসরি যাত্রী পরিবহন করে। বিআরটিসি এসি বাস মতিঝিল ডিপো থেকে এবং নন-এসি বাস গুলিস্তান, আরামবাগ এবং মহাখালী থেকে ছেড়ে যায়।
রেলপথেও যাতায়াতের সুবিধা রয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ও মহানগর ট্রেনের মাধ্যমে সরাসরি নরসিংদী পৌঁছানো সম্ভব। সব মিলিয়ে নরসিংদীতে পৌঁছানো খুবই সহজ এবং সুবিধাজনক।

Post a Comment

advertise
advertise
advertise
advertise